মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
Online Application & e-Filing System

সমতুল্য সনদের আবেদন ফরম

সমতুল্য সনদের জন্য আবেদনের নিয়মাবলি:

প্রয়োজনীয় কাগজপত্র:

*** ভারত ও পাকিস্তান কারিকুলামে পাসকৃত ( দশম হতে দ্বাদশ পর্যন্ত ) শিক্ষার্থীদের জন্য :
পরীক্ষা পাসের সনদপত্র, নম্বরপত্র, মাইগ্রেসন সনদ, পাসপোর্ট ও ভিসা ( শিক্ষাকালীন সময়ের ) ও জন্ম নিবন্ধন অথবা নাগরিকত্ব সনদ এর সত্যায়িত ১২ সেট ফটোকপি সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে।

*** Cambridge / Edexcel হতে O’Level & A’Level পরীক্ষায় পাসকৃত শিক্ষার্থীদের জন্য:
সনদ ও নম্বরপত্রের ফটোকপি ব্রিটিশ কাউন্সিল হতে সত্যায়িত করে জমা দিতে হবে এবং পাসপোর্ট ( শিক্ষাকালীন সময়ের ) , ভিসা ( শিক্ষাকালীন সময়ের প্রযোজ্য ক্ষেত্রে ) ও জন্ম নিবন্ধন অথবা নাগরিকত্ব সনদ এর সত্যায়িত ১২ সেট ফটোকপি সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে।

বি:দ্র:
O’Level এর ক্ষেত্রে ইংরেজীসহ যেকোন ০৬ (ছয় ) টি বিষয়ে অবশ্যই নূন্যতম গ্রেড “D/3” থাকতে হবে।
A’Level এর ক্ষেত্রে (A-2) যেকোন ০২ (দুই ) টি বিষয়ে অবশ্যই নূন্যতম গ্রেড “D/3” থাকতে হবে।

*** অন্যান্য সকল সার্টিফিকেটের ক্ষেত্রে যে দেশ থেকে আবেদনকারী পাস করেছে সে দেশের দূতাবাস থেকে পরীক্ষা পাসের সনদপত্র, নম্বরপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করে অথবা পাসের স্বপক্ষে ঐ দূতাবাসের প্রত্যয়নপত্র জমা দিতে হবে এবং পাসপোর্ট ও ভিসা ( শিক্ষাকালীন সময়ের ) ও জন্ম নিবন্ধন অথবা নাগরিকত্ব সনদ এর সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

বি:দ্র: মূল কাগজাদিসহ শিক্ষার্থীকে অবশ্যই বোর্ডের সংশ্লিষ্ট শাখার নির্দেশনা অনুযায়ী উপস্থিত হতে হবে।

আবেদন অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে।


জেএসসি সমমান পরীক্ষার তথ্য

এসএসসি সমমান পরীক্ষার তথ্য

এইচএসসি সমমান পরীক্ষার তথ্য

নিচের ফাইলগুলো সংযুক্ত করুন (যেটা যেটা প্রযোজ্য)