সমতুল্য সনদের আবেদন ফরম
সমতুল্য সনদের জন্য আবেদনের নিয়মাবলি:
প্রয়োজনীয় কাগজপত্র:
*** ভারত ও পাকিস্তান কারিকুলামে পাসকৃত ( দশম হতে দ্বাদশ পর্যন্ত ) শিক্ষার্থীদের জন্য :পরীক্ষা পাসের সনদপত্র, নম্বরপত্র, মাইগ্রেসন সনদ, পাসপোর্ট ও ভিসা ( শিক্ষাকালীন সময়ের ) ও জন্ম নিবন্ধন অথবা নাগরিকত্ব সনদ এর সত্যায়িত ১২ সেট ফটোকপি সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে।
*** Cambridge / Edexcel হতে O’Level & A’Level পরীক্ষায় পাসকৃত শিক্ষার্থীদের জন্য:
সনদ ও নম্বরপত্রের ফটোকপি ব্রিটিশ কাউন্সিল হতে সত্যায়িত করে জমা দিতে হবে এবং পাসপোর্ট ( শিক্ষাকালীন সময়ের ) , ভিসা ( শিক্ষাকালীন সময়ের প্রযোজ্য ক্ষেত্রে ) ও জন্ম নিবন্ধন অথবা নাগরিকত্ব সনদ এর সত্যায়িত ১২ সেট ফটোকপি সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে।
বি:দ্র:
O’Level এর ক্ষেত্রে ইংরেজীসহ যেকোন ০৬ (ছয় ) টি বিষয়ে অবশ্যই নূন্যতম গ্রেড “D/3” থাকতে হবে।
A’Level এর ক্ষেত্রে (A-2) যেকোন ০২ (দুই ) টি বিষয়ে অবশ্যই নূন্যতম গ্রেড “D/3” থাকতে হবে।
*** অন্যান্য সকল সার্টিফিকেটের ক্ষেত্রে যে দেশ থেকে আবেদনকারী পাস করেছে সে দেশের দূতাবাস থেকে পরীক্ষা পাসের সনদপত্র, নম্বরপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করে অথবা পাসের স্বপক্ষে ঐ দূতাবাসের প্রত্যয়নপত্র জমা দিতে হবে এবং পাসপোর্ট ও ভিসা ( শিক্ষাকালীন সময়ের ) ও জন্ম নিবন্ধন অথবা নাগরিকত্ব সনদ এর সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
বি:দ্র: মূল কাগজাদিসহ শিক্ষার্থীকে অবশ্যই বোর্ডের সংশ্লিষ্ট শাখার নির্দেশনা অনুযায়ী উপস্থিত হতে হবে।